নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বিএডিসি, সিরাজগঞ্জ রিজিয়ন দপ্তরটি সিরাজগঞ্জ জেলায় সয়াধানগড়া, কাজিপুর রাস্তার মোড়ে অবস্থিত। বিএডিসি সিরাজগঞ্জ রিজিয়ন এর অধিনে বিভিন্ন উপজেলায় মোট 05টি জোন (সিরাজগঞ্জ, কাজিপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া ও বেলকুচি) অফিস ও 2টি ইউনিট (তারাশ ও শাহজাদপুর) অফিস বিদ্যমান। যার মাধ্যমে উক্ত জেলায় প্রায় 500 (পাঁচশত) টি গভীর নলকূপের মাধ্যেমে বোরো ও রোপা-আমন মৌসুমে কৃষক পর্যায়ে স্বল্প খরচে সেচ সুবিধা প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS