Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিরাজগঞ্জ জেলার অমত্মর্ভূক্ত বিভিন্ন জায়গায় নতুন গভীর নলকূপ স্থাপন করে আবাদী জমি সেচের আওতায় আনা।

সিরাজগঞ্জ জেলার স্থাপিত গভীর নলকূপ সমূহের  সেচ অবকাঠামো স্থাপন, পরিবর্ধন, পরিমার্জন করে সেচের আওতা বৃদ্ধি করা।

পুরাতন ও অচালু গভীর নলকূপ পূনর্বাসন করে সেচের আওতা বৃদ্ধি করা।

খাল/ নালা পুনঃখনন করে আবাদী জমি সেচের আওতা বৃদ্ধি করা ও বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।

বিএডিসি’র নিয়ন্ত্রিত গভীর নলকূপ সমূহ পরিচালনা করা।

সেচের পানির গুনাগুন পরীক্ষা করা।

সেচ সংক্রামত্ম পরামর্শ প্রদান।

স্লুইচগেট, হাইড্রোলিক ষ্ট্রাকচার (বক্স কালভার্ট) নির্মাণ করে অধিক জমি সেচের আওতায় আনা এবং জলাবদ্ধতা নিরসন করা।

বিএডিসি’র কর্মকর্তা/কর্মচারী, কৃষক,  গভীর নলকূপ চালক প্রশিক্ষণ দিয়ে সেচযন্ত্র ব্যবহারে এবং সেচের পানি দক্ষভাবে ব্যবহারের পর্যাপ্ত জ্ঞান বিতরণ করা।

যেসব গভীর নলকূপ বিদ্যূতায়িত হয়নি তা বিদ্যুতায়ন করে সেচের খরচ কমিয়ে আনা।

গ্রামীন সংযোগসড়ক মেরামত করে ফসল মাড়াই এবং বাজারজাতকরণের সু-ব্যবস্থা করা।